অনুশীলন করতে মিরপুরে সাকিব

আগামী ২৮ অক্টোবর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ডাচদের বিরুদ্ধে মাঠে নামতে কোলকাতায় অবস্থান করছে টাইগার ক্রিকেটাররা। তবে এরই মধ্যে হটাৎ দেশে ফিরে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসান। দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেই নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং অনুশীলন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। জানা গেছে, অনুশীলন শেষে আগামী ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

- Advertisement -

বুধবার (২৫ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকায় এসেই সাবেক গুরু নাজমুল আবেদীন ফাহিমের কাছে ব্যাটিং পরামর্শ নেন বাংলাদেশ অধিনায়ক।

- Advertisement -google news follower

২৭ অক্টোবর কোলকাতা ফেরার পরদিনই ইডেন গার্ডেনসে ডাচদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে আজই মুম্বাই থেকে কোলকাতা এসেছে টাইগাররা।

চলতি বিশ্বকাপের মঞ্চে ব্যাটিংয়ে একদমই ব্যর্থ সাকিব। চার ম্যাচে ১৪ গড়ে ৫৬ রান করতে সক্ষম হন বাংলাদেশ অধিনায়ক। এরমধ্যে সর্বোচ্চ ৪০ রান করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ভারতের বিপক্ষে পুনেতে খেলেতে পারেননি সাকিব।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM