ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে লরির ধাক্কায় মো. মনা মিয়া নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পন্হিছিলা এলাকায় ছিনতাইকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে মহাসড়ক পার হতে গেলে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মনা মিয়া মিরসরাই উপজেলার মিঠাছড়া এলাকার বাসিন্দা। তিনি সীতাকুণ্ড উপজেলার উত্তর বাজারের একটি মাছের আড়তের মাছ বিক্রেতা বলে জানা গেছে।
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল স্থানীয়দের বরাতে জানান, ব্যবসা শেষ করে রাতে টাকা পয়সা নিয়ে সিএনজিযোগে বাড়ি যাচ্ছিলেন। সীতাকুণ্ড উপজেলার পন্হিছিলায় পৌছালে ছিনতাইকারীদের কবলে পড়ে।
এসময় মহাসড়ক ধরে দৌড়ে পালানোর চেষ্টা করলে অজ্ঞাত একটি লরি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান এ মাছ ব্যবসায়ী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর হোসেন জানান, পরিবারের আবেদনে ম্যাজিস্ট্রেটের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেএন/রাজীব