সীতাকুণ্ডে লরিতে আগুন দেয়ার ঘটনায় মামলা: আসামি ২২৪

বিএনপি-জামায়াতের ডাকা টানা তিনদিনের অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামের সীতাকুণ্ডে রড বোঝাই লরিতে পেট্রোল বোমা ছুঁড়ে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -

বুধবার (১ নভেম্বর) রাত ১১টার সময় ক্ষতিগ্রস্থ লরির সুপারভাইজার মিনার উদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন।

- Advertisement -google news follower

এতে ২৪ জনের নাম উল্লেখসহ মোট ২২৪ জনকে আসামি করা হয়। মামলা দায়েরের তথ্যটি নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক ফারুক হোসেন।

তিনি বলেন, রাতে মামলা দায়েরের পর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -islamibank

এর আগে বুধবার বিকাল সাড়ে তিনটার সময় উপজেলার পৌরসভার পন্থিছিলা এলাকাস্থ মহাসড়কে রড বোঝাই লরিতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ১৮ চাকার লরির ইঞ্জিন পুড়ে যায়। তাছাড়া এ ঘটনায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকামূখী এম এমটি ট্রান্সপোটের রড় বাহী লরির চালক মো. ইসমাইল আহত হয়েছেন।

পুড়ে যাওয়া লরিটি চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলমের ব্যবসায়িক প্রতিষ্ঠান দিদারুল আলম অ্যান্ড ব্রাদার্স (ডিএবি)র বলে জানায় হাইওয়ে পুলিশ।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM