ঝামেলা দূর করবে ইভিএম: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ইভিএম একটি নতুন উদ্যোগ। ব্যালটে ভোট দেওয়ার যে ঝামেলা সেটি দূর করতে হবে। ইভিএম সেটা করতে পারে। দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতো ইভিএম ব্যবহার হবে।

- Advertisement -

শুক্রবার (২৩ নভেম্বর)নির্বাচন কমিশনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে সিইসি এ কথা বলেন। নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের জন্য এ আয়োজন করা হয়।

- Advertisement -google news follower

ইভিএম নিয়ে সিইসি বলেন, যারা ইভিএমের বিরোধিতা করে, তাদের লোক দিয়ে এটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখুক। তাহলে তাদের সংশয় কেটে যাবে।

প্রশিক্ষকদের উদ্দেশ্যে সিইসি বলেন, ৩০ ডিসেম্বর গুরুত্বপূর্ণ দিন। এ দিন জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নিরপেক্ষতা, কারিগরি দক্ষতা, নির্বাচন পরিচালনায় আইনবিধি জানা দরকার।

জয়নিউজ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM