চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার কাঠগড়ের ধুমপাড়ায় পোশাক শ্রমিকদের জন্য অপেক্ষারত একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৫ নভেম্বর) ভোরে বাসটি আগুন দেয়া হয়।
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সাথে সাথে চট্টগ্রাম বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরু হওয়ার আগে এ ঘটনাটি ঘটে।
পতেঙ্গা থানার ওসি আফতাব হোসেন বলেন, বাসটি পোশাক শ্রমিকদের নেওয়ার জন্য পতেঙ্গা থানার কাঠগড়ের ধুমপাড়ায় অপেক্ষা করছিলেন। চালক বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে ফজর নামাজ পড়তে মসজিদে যান।
এ সময় একদল লোক সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে আসেন। এরপর কয়েকজন পোশাক শ্রমিকের সামনে তারা বাসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ২০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ শনাক্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করার কাজ করছি। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
জেএন/এমআর