অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তর-পশ্চিমে মাউন্ট ইসা’র কাছে ছোট একটি উড়ান বিধ্বস্ত হয়ে তিন দমকলকর্মী নিহত হয়েছেন।
গেলো কয়েকদিনে দেশটির বেশ কিছু অঞ্চলে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। নিহত কর্মীরা এ সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সকালে ভিক্টোরিয়া রাজ্যে উড়ানটি বিধ্বস্ত হয়।
পুলিশ জানিয়েছে, দমকলকর্মীদের বহনকারী উড়ানটি ম্যাককিনলে শহরের প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হয়। ওই অঞ্চলটি প্রাদেশিক রাজধানী ব্রিসবেন থেকে প্রায় ১৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে জরুরি কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়।
উড়ানে থাকা তিন দমকলকর্মীর পরিচয় ও মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
কর্তৃপক্ষ বলছে, ফায়ার ম্যাপিং করার জন্য উড়ানটি কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল।
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।
জেএন/পিআর