হাটহাজারীর চারিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর চারিয়া নামক স্থানে বাস এবং সিএনজি চালিত অটোরিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

- Advertisement -

এতে তিন শিশুসহ সাত জন নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন।

- Advertisement -google news follower

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমার মাঠ সংলগ্ন খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় নিহতরা সবাই পটিয়া থেকে ফটিকছড়িতে আত্মীয়র শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন।

- Advertisement -islamibank

দুর্ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৭ জনের লাশ উদ্ধার করেন।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শাহজাহান বলেন, চারিয়াতে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সরেজমিনে আসছি। রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মেডিকেলে পাঠাচ্ছি।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, আমরা ঘটনার খবর পেয়ে ছুটে আসি। লাশ উদ্ধার করি। আহতদের হাসপাতালে পাঠাই। এখনো পর্যন্ত আহত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM