চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইটভাটার কয়লা ঘর মেরামত করতে গিয়ে দেয়াল চাপায় মারা গেছেন মো. হারুন (৬০) নামে এক শ্রমিক।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নস্থ বিআরবি নামক ইটভাটায় এই ঘটনাটি ঘটে।
নিহত হারুন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড মোগলেরহাট জান মোহাম্মদপাড়া এলাকার মৃত নেয়ামত আলীর ছেলে।
জানা গেছে, হারুন বৃহস্পতিবার সকাল থেকে বিআরবি ইটভাটার কয়লা ঘর মেরামতের কাজ করছিলেন। দুপুরের দিকে ওই ঘরের টিনের চালে উঠেন। এসময় হঠাৎ করে চাল ভেঙ্গে ঘরটির দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে গুরুতর আহত হয় হারুন।
পরে বিআরবি ইটভাটার স্বত্ত্বাধিকারী সেকান্দর হোসেন চৌধুরীর নির্দেশে ইটভাটার কেরানি আহত শ্রমিককে উদ্ধার করে রাউজানের গহিরা জে.কে মেমোরিয়াল হাসপিটাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দ্রন কুমার চক্রবর্ত্তী জানান, ইটভাটার দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে রাউজান থানা পুলিশের সহায়তায় হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বললেন ওসি।
জেএন/রাজীব