আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে সে বিষয়ে শনিবার (২৪ নভেম্বর) সিদ্ধান্ত জানানো হবে।
শুক্রবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা ।
সিইসি ইভিএম পরীক্ষামূলকভাবে এবং একেবারে সীমিত আকারে ব্যবহার করার কথা বলেন। জানান, কয়েকটি আসনের কিছু সংখ্যক কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে।
জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনে ৪৮টি সংসদীয় আসনের কিছু কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহারের করার চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)। যার বেশিরভাগ ব্যবহার হবে সিটি করপোরেশন ও শহরকেন্দ্রিক আসনগুলোতে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) চাইছেন কয়েকটি আসনের ৪ থেকে ৫টি করে কেন্দ্রে এ মেশিন ব্যবহার হোক। অন্যদিকে, অন্য কমিশনাররা চাইছেন, ৬১টি জেলা শহরের আসনগুলোতে আংশিক কেন্দ্রে ইভিএম ব্যবহার করা যেতে পারে।
বিষয়টি নিয়ে শনিবার বৈঠকে বসবে কমিশন।