চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বর্হিবিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ি থেকে বলা হয়,আজ শনিবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে তাদের তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো- সীতাকুণ্ডের বাসিন্দা আলী আহমদের ছেলে আলাউদ্দিন প্রকাশ মাসুদ (৪২), লোহাগাড়া থানার পহরচান্দা এলাকার মুজাফফর আহমেদের ছেলে ওমর ফারুক (৩২)। বোয়ালখালী থানার ৭ নম্বর ইউনিয়নের বাহাদুরপাড়ার মো. নজরুল ইসলামের ছেলে জুয়েল ইফতেখার শাওন (২৯), ভোলার আনিছ মিয়ারহাট এলাকার মিল্লাত হাওলাদারের ছেলে মো. সজীব হাওলাদার (২৪) ও খাগড়াছড়ির মাটিরাঙার মো. বাচ্চু মিয়ার ছেলে শামীম (২৮)।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে দালালমুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার ভোর থেকে দুপুরের মধ্যে হাসপাতালের বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড থেকে ৫ দালালকে আটক করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
জেএন/রাজীব