চতুর্থ দফার অবরোধের প্রভাব নেই চট্টগ্রাম নগরে

চতুর্থ দফায় বিএনপি জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের নগরে কোন প্রভাব নেই। রবিবার (১২ নভেম্বর) সকালে নগরের বিভিন্ন জায়গা ঘুরে এ চিত্র দেখা যায়।

- Advertisement -

এদিকে নগরের প্রধান প্রধান মোড়গুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। জামালখান, আন্দরকিল্লা, কাজীর দেউরি, লালখান বাজার, মুরাদপুর, দুই নম্বর গেট, জিইসি, নতুন ব্রিজ, বহদ্দারহাট, ওয়াসায় পুলিশের অবস্থান লক্ষ্যণীয়।

- Advertisement -google news follower

স্কুল কলেজ বন্ধ থাকায় সড়কে যানবাহনের চাপ কিছুটা কম হলেও বাস, মিনিবাস, লেগুনা, সিএনজির পাশাপাশি চলাচল করতে দেখা গেছে। সে সাথে রয়েছে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও স্টাফ বাস।

এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা আরূপ দেবনাথ জানায়, অবরোধে প্রভাব আসলে তেমন একটা দেখা যাচ্ছে না। আজকে রাস্তায় চাপটা একটু কম।

- Advertisement -islamibank

সিএনজি অটোরিকশা চালক খোরশেদ আলম বলেন, অবরোধের অন্য সময়ের তুলনায় আজ যানবাহনের সংখ্যা বেশি কিন্তু যাত্রীর সংস্যা কিছুটা কম। বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা যাত্রীর ভাড়া পেয়েছি। সড়কে অতিরিক্ত পুলিশ ও ট্রাফিক পুলিশ আছে। তবে খুব বেশি যাত্রী নেই।

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকেই অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছে বিএনপি। কয়েক দফার অবরোধ চলাকালে ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM