যানবাহন চলাচলের জন্য প্রস্তুত চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মহানগরীতে নির্মিত প্রথম এক্সপ্রেসওয়েটি মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২কিলোমিটারের এক্সপ্রেসওয়েটি চালুর পর লালখান বাজার থেকে বিমানবন্দরে পৌঁছাতে বর্তমানের দুই ঘণ্টার বদলে সময় লাগবে মাত্র ২০ মিনিট। এতে বিপুল অর্থ সাশ্রয় এবং ব্ন্দরকেন্দ্রীক ব্যবসা-বাণিজ্যে গতি পাবে, আশা সংশ্লিষ্টদের।
চট্টগ্রাম মহানগরীর যোগাযোগ উন্নয়নে আরেক ধাপ অগ্রগতি এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দর কেন্দ্রিক যানজট নিরসনে ২০১৯ সালে সিডিএ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু করে।
পূর্বে দীর্ঘ যানজট ঠেলে মহানগরীর লালখান বাজার থেকে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতে সময় লাগতো দুই থেকে আড়াই ঘণ্টা। রয়েছে যানজটের কবলে পড়ে ফ্লাইট মিস করার ঘটনাও। এক্সপ্রেসওয়ে চালুর পর পাল্টে যাবে দুর্গতির সেই চিত্র।
বঙ্গবন্ধু টানেল চালু হওয়ায় বিমান বন্দর সড়কসহ মহানগরীর সব সড়কে বাড়ছে যানবাহনের চাপ। সিডিএ’র প্রধান প্রকৌশলী বললেন, বাণিজ্যিক রাজধানীর সাথে দেশের সহজ যোগাযোগ নিশ্চিত করবে এই এক্সপ্রেসওয়ে।
বিশেষজ্ঞরা বলছেন, পুরোপুরি সুবিধা পেতে সব র্যাম্প চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এক্সপ্রেসওয়ে সমুদ্র বন্দর ও বিমান বন্দরের কানেকটিভিটি সহজ করবে বলে আশা ব্যবসায়ীদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ৪ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সাথে আরো উদ্বোধন করবেন ৫৩৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বায়েজিদ-ফৌজদারহাট ৫ কিলোমিটার লিংক রোড এবং চন্দনপুরা-কালামিয়া বাজার দেড় কিলোমিটার দীর্ঘ এক্সেস সড়কটিও ।
জেএন/আর এস