পঞ্চম দফায় সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয়। তবে অবরোধেও চট্টগ্রাম নগর ও উপজেলার সড়কগুলোতে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
সকাল থেকেই চট্টগ্রাম নগরীর নিউমার্কেট, টাইগারপাস, দেওয়ানহাট, আগ্রাবাদ, কাস্টমস, বন্দরটিলা, জিইসি, মুরাদপুর, বহদ্দারহাট, নতুনব্রিজ,অলংকার মোড়, আন্দরকিল্লা, চকবাজারসহ বিভিন্ন এলাকায় যানচলাচল স্বাভাবিক দেখা গেছে।
কোন কোস স্থানে স্বাভাবিক দিনের মতোই যানজট সৃষ্টি হয়েছে। অবরোধের অন্যান্য দিনের তুলনায় আজ বুধবার রাস্তায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যাও অনেকটা বেড়েছে।
এর আগে, সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই দিন জামায়াতে ইসলামীও অবরোধের ডাক দেয়।
জেএন/পিআর