চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্থ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো চালু হলো ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ। একই সঙ্গে ওই বিভাগের তত্ত্বাবধানে চালু করা হয়েছে ফিপিওথেরাপি ইউনিটও।
গতকাল ১৫ নভেম্বর বুধবার ফিতা কেটে বিভাগটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ মহিউদ্দিন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ফিজিক্যাল মেডিসিন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেনারেল হাসাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. পলাশ নাগ।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল, কনসালটেন্ট ডা. এইচএম হামিদুল্লাহ মেহেদী, জুনিয়র কনসালট্যান্ট ডা. মৌমিতা দাশ, রেনেটা লিমিটেডের সিনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার ডা. তাবরিজ আলম জিশান, রিজিওনাল সেলস ম্যানেজার আহসানুল আলমসহ হাসপাতালের চিকিৎসক-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন একটি গুরুত্বপূর্ণ বিভাগ। বিলম্বে হলেও আজ বিভাগটি চালু করা হয়েছে।
বর্তমান সময়ে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ শারীরিক নানা সমস্যায় ভোগেন। তাদের ফিজিক্যাল মেডিসিন বিভাগে চিকিৎসা নিতে হয়। এখন মানুষ নামমাত্র টাকায় টিকিট কেটে হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগে চিকিৎসা নিতে পারবেন।
হাসাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. পলাশ নাগ বলেন, জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় ফিজিক্যাল মেডিসিন চিকিৎসায় জরুরি কিছু চিকিৎসা উপকরণ নিয়ে ফিজিওথেরাপি ইউনিট চালু করা হয়েছে।
সরকার নির্ধারিত ৫০ টাকা ফি দিয়ে থেরাপি নিতে পারবেন রোগীরা। আশা করি, রোগীরা এ বিভাগ থেকে চিকিৎসা নিয়ে উপকৃত হবেন।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগটি চালু করা হয়েছে। এটি সুখবর। সব শ্রেণির মানুষের চিকিৎসার কথা বিবেচনা করে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে কিছু চিকিৎসা উপকরণ ক্রয় কওে থেরাপি সেন্টার চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এটি আরও সমৃদ্ধ হবে।
জেএন/রাজীব