নির্বাচনের আগ পর্যন্ত প্রশাসনে রদবদলে ইসির অনুমতি লাগবে বলে জানিয়েছেন কমিশনের সচিব জাহাংগীর আলম। স্থানীয় সরকারের প্রতিনিধি জাতীয় নির্বাচন করতে চাইলে পদত্যাগ করতে হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, মন্ত্রী-এমপিদেরও মানতে হবে আচরণবিধি।
ইসি সচিব বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণা চালানো যাবে। এখনই কেউ প্রচারণা চালাচ্ছে এমন অভিযোগ আসেনি। প্রতীক বরাদ্দের পর ব্যালট ছাপানোর কার্যক্রম গ্রহণ করবে নির্বাচন কমিশন৷
ইসি সচিব আরও জানান, জেলা পর্যায়ে ব্যালট তিন-চার দিন আগে পৌঁছে যাবে। পরে সিদ্ধান্ত হবে ভোটের দিন কখন ব্যালট যাবে ভোটকেন্দ্রে।
জেএন/পিআর