ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি মৎস্য বন্দরে ভয়াবহ আগুনে অন্তত ৪০টি মাছ ধরার নৌকা পুড়ে ছাই হয়ে গেছে।
এতে ৪ থেকে ৫ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশাখাপত্তনমের একটি মৎস্য বন্দরে আগুন লাগে।
আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের অনুমান, নৌকার সিলিন্ডার বিস্ফোরণের কারণে বন্দরে আগুন লেগেছে।
পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আগুন ছড়িয়ে যাওয়ায় বন্দরে থাকা অন্তত ৪০টি নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪ থেকে ৫ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিটি নৌকার দাম প্রায় ১৫ লাখ রুপি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে ঘটনাস্থলে একটি নৌবাহিনীর জাহাজ পৌঁছায়। এছাড়া আগুন যেন আর না ছড়িয়ে পড়ে সে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু হাওয়ার স্রোতের কারণে বাকি নৌকাগুলোতেও আগুন ছড়িয়ে যায়।
মৎস্যজীবীদের অভিযোগ, দূর্বৃত্তরা আগুন লাগিয়েছে। আগুন কীভাবে লেগেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
জেএন/পিআর