কক্সবাজারের টেকনাফ উপজেলর সাবরাঙ সীমান্তে মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, টেকনাফের সাবরাং এর মহেষখালীর ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশের একটি দল।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার বিজিবি টহল দল তিন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে নাফ নদীর কিনারায় কেওড়া বাগানের দিকে আসতে দেখে।
নৌকার গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত ব্যক্তিরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে নাফ নদীতে লাফিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহলদল নৌকা তল্লাশী করে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে কাঠের নৌকাটিও জব্দ করা হয়। তবে মাদক পাচারের এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
জেএন/রাজীব