বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের মাঠে ফেরার বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার (২৭ নভেম্বর) নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে যান সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
বৈঠক শেষে তামিম বের হলে গণমাধ্যমের সামনে কথা বলেন পাপন। পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না।
পাপন আরও বলেন, ‘আমি আর বেশিদিন নাই। আমার পরিকল্পনা হচ্ছে, আর একটা বছর আছে, এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই দলকে ঠিক করে যাব। যা যা করা দরকার এটা আমি করে যাব।
চলতি বছরের জুলাইয়ে হুট করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম। প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেও ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি এই ক্রিকেটারের।
সেসব ঘটনার অনেকদিন পেরোনোর পর আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তারপরেই পাপনে সঙ্গে সাক্ষাৎ নিয়ে ভক্তদের মনে বেশকিছু প্রশ্নের উদ্রেক ঘটে।
জেএন/পিআর