০১ লিমিটেডের সব লেনদেন হবে অনলাইনেই

দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ অনলাইনভিত্তিক স্টক ব্রোকারেজ হাউস চালু করেছে ‘০১ লিমিটেড’। এই ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীরা স্মার্টফোনের মাধ্যমে সব ধরনের লেনদেন সম্পন্ন করতে পারবেন।

- Advertisement -

রোববার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কনফারেন্স হলে সিএসই‘র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার ‘০১ লিমিটেডের’ উদ্যোক্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে ট্রেক হস্তান্তর করেন।

- Advertisement -google news follower

‘০১ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক সামছুল ইসলাম বলেন, ‘০১ লিমিটেড’ দেশে প্রথমবারের মতো অনলাইনভিত্তিক স্টক ব্রোকারেজ হাউস চালু করতে যাচ্ছে। এ কোম্পানীতে ম্যানুয়েল টার্মিনালে ট্রেড করার কোন ব্যবস্থা থাকছে না। ২০১৯ সালের জানুয়ারিতে বিএসইসি’র অনুমোদন পেলে আমরা ট্রেড শুরু করতে পারব।

তিনি আরো বলেন, এখানে বিনিয়োগকারীরা স্মার্টফোনের মাধ্যমে পুঁজিবাজারের বিনিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবে। বিনিয়োগকারীরা তাদের শেয়ার ক্রয়-বিক্রয়, একাউন্ট খোলা, অর্থ লেনদেন, স্টেটমেন্ট  দেখা এবং মার্কেট এনালাইসিসসহ যাবতীয় কার্যক্রম অনলাইনে করতে পারবে। দিনে-রাতে ২৪ ঘণ্টা অনলাইনে ইনভেস্টর কেয়ার সার্ভিস চালু থাকবে।

- Advertisement -islamibank

ট্রেক হস্তান্তর অনুষ্ঠানে চট্টগ্রাম স্টক এক্সচেন্জের উর্ধ্বতন কর্মকর্তা ও ‘০১ লিমিটেডের’ পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM