চকরিয়ায় ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, আটক ১

কক্সবাজার জেলার চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. আসহাবুল করিম জিহাদ (২০) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৮ দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. সোহান নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

- Advertisement -google news follower

নিহত আসহাব পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকা মকসুদুল করিমের ছেলে ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী।

আটক সোহান কোনাখালীর কুতুবদিয়া পাড়া এলাকার দলিলুর রহমানের ছেলে। সোহান পেশায় ইজিবাইক (টমটম) চালক
বলে জানিয়েছেন কোনাখালী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড়ের নারী সদস্য বকুল আকতার।

- Advertisement -islamibank

স্থানীয় সূত্রে জানা যায়, কোনাখালীর একটি মোবাইল চোর সিণ্ডিকেটের ৪-৫ জন সদস্য সন্ধ্যার দিকে মরংঘোনা স্টেশনে আসহাবের সাথে দেখা করে। এসময় তাঁদের মাঝে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে চোর সিণ্ডিকেটের সদস্যরা আসহাবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পালানোর সময় একজনকে ধরে ফেলে এলাকাবাসী। স্থানীয়রা আহত আসহাবকে উদ্ধার করে পাশ্ববর্তী পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল হোসেন বলেন, নিহত ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতের বুকে চারটা ছুরিকাঘাত ছিলো। এরমধ্যে হার্টের মাঝখানে গুরুতর একটা আঘাত ছিলো। ধারণা করছি এ আঘাতটার কারণেই ভিকটিম ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় জনতা সোহান নামের একজনকে পুলিশে দিয়েছে।

ওসি আরো জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া হত্যাকান্ডে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে জানালেন ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM