ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই বাংলাদেশির

ঠাকুরগাঁওয়ের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে।

- Advertisement -

সোমবার ভোর চারটার দিকে জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বিওপি সীমান্তে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

হরিপুর কাঠালডাঙ্গী বিওপি’ৎর কোম্পানি কমান্ডার এন্তাজুল হক জানান, নিহত একজনের নাম জহিরুল ইসলাম (২৫)। তিনি হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

এদিকে হরিপুর থানার অফিসার ইনচার্জ এবি এম ফিরোজ ওয়াহিদ নিহত আরেকজনের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, অপর নিহতের নাম মকলেছ (২৮)। তিনি একই এলাকার নজরুল ইসলামের ছেলে।

- Advertisement -islamibank

ওসি ফিরোজ ওয়াহিদ জানান, সোমবার ভোরে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ নাগর নদীর উপশাখা শিরানী নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠাই।

কাঠালডাঙ্গী বিওপির কোম্পানি কমান্ডার এন্তাজুল হক বলেন, ভারত সীমান্তের ভেতরে এক বাংলাদেশিকে গুলি করে বিএএসএফ। পরে তাকে সেখানকার একটি হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। তার লাশ এখনও বিএসএফের কাছে আছে।

তবে কী কারণে বিএসএফ গুলি চালিয়েছে তা এখনও নিশ্চিৎ করতে পারেনি বিজিবি ও পুলিশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM