চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের তুলাতলী এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল পৌণে ৪ টার সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই আল মদিনা নামক একটি অটো রাইসমিল ও ৭টি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত রাইস মিলের মালিক আনোয়ার হোসেন এবং পুড়ে যাওয়া ৭ দোকানের জমিদার শাহাদাত হোসেন তারেক দাবি করছেন এ ঘটনায় তাদের অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তারা প্রাথমিকভাবে ধারণা করেছেন জহিরের মোটরসাইকেল ওয়ার্কসপে ওয়েল্ডিং মেশিনের সট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্ণায়েক। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।
এদিকে আগুন লাগার খবরে ঘটনাস্থলে ছুটে আসেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুন হাছান, স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ।
জেএন/পিআর