ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে চসিক মেয়রের গাড়ি, আহত ২

চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের উপরে সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ ব্রেক করায় পেছনে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।

- Advertisement -

রোববার (১০ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের সিএন্ডবি কলোনি অংশে এই দুর্ঘটনা ঘটে। এতে চসিক মেয়রকে প্রটোকল দেওয়া পুলিশ ভ্যানে থাকা দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

- Advertisement -google news follower

আহত পুলিশ সদস্যরা হলেন- মো. আবদুল কাদের ও মো. দিদার।
আহত পুলিশ সদস্য আবদুল কাদের জানান, বাসা থেকে করপোরেশন অফিসে যাচ্ছিলেন মেয়র।

সে সময় মেয়রের গাড়িবহরের সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা ফ্লাইওভারে হঠাৎ ব্রেক করলে দুর্ঘটনা ঘটে। ব্রেক করার ফলে সামনে থাকা পুলিশের গাড়িটিতে জোরে ধাক্কা লাগে মেয়রের গাড়ির। তখন একজন কনস্টেবল পুলিশের ভ্যান থেকে ছিটকে পড়ে।

- Advertisement -islamibank

জানা যায়, মেয়রের গাড়িটি সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের গাড়িটিরও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেএন/হিমেল/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM