শঙ্খ নদীতে বিষ ঢেলে মাছ নিধন

চন্দনাইশ উপজেলার দোহাজারী শঙ্খ নদীতে সংঘবদ্ধ দল কর্তৃক বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা নষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে এলাকাবাসী জানায়।

- Advertisement -

জানা যায়, একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে শঙ্খ নদীতে বিষ ঢেলে মাছ নিধন করে চলেছে। এরা নদীর উজানে গিয়ে ভাটা নামার সময় বিষ প্রয়োগ করে। এতে প্রায় ২/৩ মাইল এলাকাজুড়ে চিংড়ি মাছ নদীর দু’পাশের কিনারায় এসে জড়ো হয়। খুব ভোরে জাল দিয়ে মাছ ধরে নিয়ে যায় তারা। সকালে এলাকার শত শত লোক নদীতে মাছ ধরতে থাকে।

- Advertisement -google news follower

এলাকাবাসীরা জানায়, গত দু’এক মাস নদীতে বিষ ঢেলে মাছ শিকার বন্ধ ছিল। চলতি মাস থেকে আবার বিষ দিয়ে মাছ নিধন শুরু হয়েছে। এ পর্যন্ত দুইবার নদীতে বিষ প্রয়োগ করা হয়েছে।

নদীতে বিষ প্রয়োগের ফলে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা নষ্ট হচ্ছে। বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির মাছ।

জয়নিউজ/রাজ্জাক/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM