ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৩

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৬৬৫ জনে।

- Advertisement -

এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৩ জন। রোববার ৪৫৯ জন রোগী শনাক্তের সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

- Advertisement -google news follower

সোমবার ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ১০৩ জন ও ঢাকার বাইরের ৩১০ জন। মৃতদের মধ্যে ৩ জন ঢাকার, ১ জন ঢাকার বাইরের বাসিন্দা। গতদিন মৃত্যু হয়েছিলো ৯ জনের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৭ হাজার ৬৪৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ১০১ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন দুই লাখ ৮ হাজার ৫৪৪ জন।

- Advertisement -islamibank

বর্তমানে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৫৯১ এবং ঢাকার বাইরের এক হাজার ৪৫৬ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১৩ হাজার ৯৩৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ সাত হাজার ৫৪৯ জন এবং ঢাকার বাইরের দুই লাখ ৬ হাজার ৩৮৪ জন।

ডেঙ্গু নিয়ে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার হার ৯৯ শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৪৭ জন। ভর্তির হার এক শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM