আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৫ জন

দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে।

- Advertisement -

বুধবার নির্বাচন ভবনে ৯৯টি আপিল শুনানি হয়। এর মধ্যে ৪৫টি আবেদন মঞ্জুর, ৫২টি নাকচ এবং দুটি স্থগিত করা হয়।

- Advertisement -google news follower

আপিল শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যরা।

এর আগে এদিন দুপুর পর্যন্ত ৫৯টি আপিল শুনানি হয়। তার মধ্যে আবেদন মঞ্জুর করা হয় ২৬টি। আর নাকচ হয় ৩২টি। তখন স্থগিত ছিল একটি।

- Advertisement -islamibank

এ নিয়ে টানা চার দিন আপিল নিষ্পত্তির পর প্রার্থিতা ফিরে পেলেন ২১৩ জন।

চতুর্থ দিনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আবেদন নাকচ হয় যশোর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল।

ইসি সূত্র জানিয়েছে, ঋণ খেলাপি হওয়ায় তার আবেদন নাকচ করা হয়েছে।

এছাড়া বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের প্রার্থিতা ফেরতন আবেদনও নাকচ হয়েছে বলেও জানা গেছে।

এর আগে মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল জমা হয় নির্বাচন কমিশনে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM