দ্বাদশ সংসদ নির্বাচনে বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ।
এর আগে, পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরো ৪৩ জন। এদিনে নামঞ্জুর হয় ৫২ জনের আপিল, শুনানি স্থগিত রয়েছে ৪ জনের।
ঋণ খেলাপীর দায়, রিটার্ন দাখিল না করা, ১ শতাংশ ভোটারের সই জটিলতাসহ নানা কারণে বাতিল হওয়ারা- প্রার্থিতা ফিরে পেয়ে জানিয়েছেন সন্তেুাষ।
নির্বাচনকে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ করতে ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার কথা জানান তারা।
তবে হেরে যাওয়া প্রার্থীরা ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।
জেএন/পিআর