শাহজালালে ৪১টি স্বর্ণের বারসহ বিমান যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪১টি স্বর্ণের বার ও ৯৭ গ্রাম স্বর্ণালংকারসহ এক বিমান যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য চার কোটি টাকা।

- Advertisement -

রোববার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এক যাত্রীর দেহ তল্লাশি করে এসব স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়।

- Advertisement -google news follower

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন শেষ করার পর ওই যাত্রীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪১টি স্বর্ণের বার ও ৯৭ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।

- Advertisement -islamibank

সংশ্লিষ্টরা বলছেন, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য চার কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM