চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড় কাটার দায়ে দুটি ডাম্পার জব্দ এবং তিনজনকে আটক করা হয়েছে।
গতকাল ১৮ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার বাজালিয়া বড়দুয়ারা সংরক্ষিত বনাঞ্চলে হলুদিয়া মইন্নারটেক নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পদুয়া বনবিভাগ।
অভিযানের নের্তৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ। তিনি জানান, সোমবার বিকালে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশ পদুয়া রেঞ্জাধীন বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনে সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালানো হয়।
অভিযানকালীন সময়ে হলুদিয়া মইন্নারটেক নামক এলাকায় পাহাড়ের মাটি কেটে ডাম্পার যোগে পাচারের সময় ২টি ডাম্পার এবং পাহাড় কাটার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়।
আটককৃত ৩ জনকে বন আদালত চট্টগ্রামে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
জেএন/পিআর