বাঁশখালীতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২

বাঁশখালীতে দুই সংসদ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

- Advertisement -

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছে।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের ভেতর থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি সমর্থকদের নিয়ে বের হন।

একই সময় উত্তর দিক থেকে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপির কর্মী সমর্থকরা এলে উভয়পক্ষ মুখোমুখি হয়। এসময় দুই পক্ষের সমর্থকরাই শ্লোগান দিতে থাকে।

- Advertisement -islamibank

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর ও পৌরসভার মেয়র এসএম তোফাইল হোছাইন কর্মী-সমর্থকদের সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

দুই পক্ষই দুদিক থেকে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। পুলিশ ঘটনাস্থলে এসে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী কর্মী-সমর্থকদের নিয়ে দলীয় অফিসে অবস্থান নেন।

অপরদিকে আওয়ামী লীগ অফিসের সামনে লক্ষ্মী প্লাজার তৃতীয় তলায় মুজিবুর রহমান সিআইপির কর্মী সমর্থকরা অবস্থান করেন।

ইট পাটকেলের আঘাতে মহাজন পাড়া এলাকার নেপাল দাশের পুত্র রনি দাশ (২৯) এবং দক্ষিণ জলদী এলাকার আবুল কাসেমের জসীম উদ্দিন (৩২) আহত হয়। তাদের বাঁশখালী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফায়েল আহমেদ বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

জেএন/হিমেল/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM