নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ২৯১ রান তাড়ায় সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড।
২০ বল বাকি থাকতে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। ফলে ৭ উইকেটে বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করলো তারা।
সৌম্য সরকার ক্যারিয়ার সেরা ১৬৯ রানের ইনিংসটিও টাইগারদের জেতাতে পারেনি।
নেলসনের স্যাক্সটন ওভাল গ্রাউন্ডে ২৯২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৬৬ বলে ৭৬ রান তোলে নিউজিল্যান্ড।
রচিঁ রবিন্দ্রকে ৪৫ রানে ফিরিয়ে জুটি ভাঙ্গেন পেসার হাসান মাহমুদ। হেনরি নিকোলস এসে জুটি বাধেন উইল ইয়ংয়ের সঙ্গে।
৩৩তম ওভারে স্কোর ২০৪-এ নিয়ে বিচ্ছিন্ন হন তারা। ইয়ংকে ৮৯ রানে ফিরিয়ে হাসানই ১২৮ রানের জুটি ভাঙ্গেন। ফিফটি তুলে নেওয়া নিকোলস থামেন ৯৫ রানে।
এর আগে সিরিজে ফেরার লড়াইয়ে আফিফ ও মুস্তাফিজের জায়গায় পেসার তানজিম সাকিব ও অভিষিক্ত লেগ স্পিনার রিশাদ হোসনকে দলভুক্ত করে টিম বাংলাদেশ।
প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই ব্যর্থ সৌম্য দারুণ প্রতিদান দেন। টাইগার ব্যাটারদের সাঁজঘরে ফেরার মিছিলে অসামান্য দৃঢ়তা দেখিয়ে ক্যারিয়ার সেরা ১৬৯ রানের ইনিংস খেলেন এই ওপেনার।
আগের সেরাটা ছিলো তার ১২৭। সঙ্গে মুশফিকের ৪৫ রানে বাংলাদেশ এক বল আগে ২৯১-এ অরআউট হয়।
১৫১ বলে ২২ চার ও দুই ছক্কায় সাজানো সৌম্যের ইনিংসটি ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। সেরাটা লিটন দাসের ১৭৬ রান।
জেএন/পিআর