আবারো বাড়লো আলুর দাম

বাজারে নতুন আলুর সরবরাহ বাড়লেও এখনো নিয়ন্ত্রণে আসেনি দাম। গত চার-পাঁচ দিনে কেজিতে আরও ৫ থেকে ১০ টাকা বেড়ে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে আলু।

- Advertisement -

ব্যবসায়ীরা বলছেন, গত ১৫ ডিসেম্বর আলু আমদানির অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে। বাজারে এখন ভারতীয় আলুর সরবরাহ নেই। হিমাগারগুলোতে পুরোনো আলু প্রায় শেষ। নতুন আলু পুরোদমে ওঠা শুরু করেনি।

- Advertisement -google news follower

ফলে চাহিদার তুলনায় সরবরাহে কিছুটা টান পড়েছে। এ কারণে দাম বাড়তির দিকে।

গতকাল সোমবার রাতে চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজার, কাজিড় দেউরি, কর্ণফুলী মার্কেট ও বক্সির হাটে গিয়ে দেখা গেছে, নতুন ও পুরোনো দুই ধরনের আলুর কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়।

- Advertisement -islamibank

তবে বড় বাজারের তুলনায় এলাকাভিত্তিক ছোট বাজার ও মহল্লায় দাম আরও বেশি। পাড়ার দোকান থেকে কিনতে গেলে ক্রেতাকে খরচ করতে হচ্ছে কেজিতে ৭৫ থেকে ৮০ টাকা।

চার-পাঁচ দিন আগে দুই জাতের আলু ৬০ থেকে ৭০ টাকায় কেনা গেছে। আলুর বর্তমান এ দর গত বছরের তুলনায় তিন গুণেরও বেশি।

সরকারি সংস্থা টিসিবির তথ্য বলছে, গত বছরের এ সময় আলুর কেজি ছিল ২০ থেকে ২৫ টাকা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM