চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন একটি দোকান থেকে চুরি যাওয়া তিনটি বিভিন্ন মডেলের এলইডি টেলিভিশন উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার নগরীর কর্ণফুলী ও ডবলমুরিং এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাই টেলিভিশন উদ্ধারের পাশাপাশি চোর চক্রের সদস্য রেজওয়ান আহমেদ প্রকাশ হৃদয়কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ১৯ ডিসেম্বর রাত থেকে পরদিন ভোরের মধ্যে আইস ফ্যাক্টরী রোডস্থ শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট সদাগর এক্সপ্রেস নামীয় প্রতিষ্ঠানের শার্টারের তালা ভেঙ্গে ৭টি বিভিন্ন মডেলের এলইডি টেলিভিশন চুরি করে নিয়ে যায় চোরের দল।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি চুরির মামলা দায়ের করেন প্রতিষ্ঠানের মালিক। অভিযোগ পেয়ে ঘটনাটি তদন্ত শুরু করে পুলিশ।
শুক্রবার চোরের অবস্থান নিশ্চিত হয়ে নগরীর কর্ণফুলী ও ডবলমুরিং এলাকায় অভিযান চালায় কোতোয়ালী থানার টিম। অভিযানে চোরাই ৩টি টেলিভিশন উদ্ধার ও চুরিতে জড়িত একজনকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোতোয়ালী থানার এস আই মুহাম্মদ মোশাররফ হোসাইন। তিনি জানান, গ্রেফতার হৃদয়কে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া বাকি টেলিভিশন উদ্ধার ও চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জেএন/পিআর