কালিয়ানী সীমান্তে ৮৬ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

ভারতে পাচারের সময় সাতক্ষীরার কালিয়ানী সীমান্তের বৈকারী এলাকা থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

- Advertisement -google news follower

রোববার রাতে বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্তের বৈকারী এলাকা দিয়ে চোরাকারবারিরা বাইসাইকেলে করে স্বর্ণ পাচার করছে, এমন তথ্যের ভিত্তিতে রোববার কালিয়ানী বিওপির নায়েক মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে অভিযানে নামে বিজিবি।

- Advertisement -islamibank

এসময় বিজিবি সদস্যদের দেখে বাইসাইকেল ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ফেলে যাওয়া বাইসাইকেল তল্লাশি করে সিটের নিচে পাইপের ভেতরে থাকা আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জব্দ করা স্বর্ণের ওজন ৯৩৩ কেজি ১২০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৮৬ লাখ টাকা।

স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লে. কর্নেল আশরাফুল হক।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM