আচরণবিধি ভঙ্গ করে জরিমানা গুনল চট্টগ্রাম–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী

দৈনিক পত্রিকায় বিধিবহির্ভূত বিজ্ঞাপন দেওয়া এবং কালুরঘাটের কামাল বাজার এলাকায় ফুটপাত দখল করে নির্বাচনী ক্যাম্প স্থাপন করে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছেন চট্টগ্রাম–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী (ফুলকপি) বিজয় কুমার চৌধুরী।

- Advertisement -

যা জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর পরিপন্থী। ফলে ৩০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে এ প্রার্থীকে।

- Advertisement -google news follower

গতকাল নির্বাচনী আচরণ পর্যবেক্ষণকালে জেলা প্রশাসক কর্তৃক দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরীকে এ জরিমানা করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রাম–৮ আসনে নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ করেছি।

- Advertisement -islamibank

এতে স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরীর নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রমাণ পাওয়ায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রথমিকভাবে সতর্ক করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM