এক সিরাজেই লজ্জায় ডুবলো প্রোটিয়ারা

কেপটাউনে দ্বিতীয় ও শেষ ম্যাচে ভারতের পেসার মোহাম্মদ সিরাজের পেস তাণ্ডবে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা

- Advertisement -

বুধবার (৩ জানুয়ারি) শেষ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ১৫ রান আসে কাইল ভেরিনের ব্যাট থেকে। ভারতের সিরাজ ১৫ রানের বিনিময়ে ৬টি উইকেট নিয়ে প্রোটিয়া ব্যাটিং লাইনআপে ধ্বস নামান।

- Advertisement -google news follower

১৮৯৯ সালে সর্বনিম্ন ৩৫ রানে দক্ষিণ অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে লজ্জার ওই রেকর্ড গড়েছিল প্রোটিয়ারা। এবার তার চেয়ে মাত্র ২০ রান বেশি করে অলআউট হলো স্বাগতিকরা। যা তাদের ক্রিকেট ইতিহাসে অষ্টম সর্বনিম্ন রানের রেকর্ড।

নিউল্যান্ডসে ভারতীয় পেসারদের তোপের মুখে অসহায় ভাবে আত্মসমর্পন স্বাগতিকরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ ও মুকেশ কুমার ছিন্ন-বিচ্ছিন করে দেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং।

- Advertisement -islamibank

তবে মূল তাণ্ডব চালান ডানহাতি পেসার সিরাজ। আগুনে বোলিংয়ে একাই নিলেন ৬ উইকেট। বাকি গুলো বুমরাহ ও মুকেশ কুমার শিকার করেন।

ভারতের পেস তাণ্ডবে মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। কাইল ভেরিনে ১৫ এবং ডেভিড বেডিংহ্যাম ১২ রান করেন। বাকি সবাই আসা যাওয়ার মিছিলে লাইন দেন।

নিজের বিদায়ী টেস্টে মাত্র ৪ রানে আউট হয়েছেন এলগার। ১৫ রানের মাথায় ৪ উইকেট হারায় স্বাগতিকরা। মাঝে একটু প্রতিরোধ গড়েন ভেরিনে ও বেডিংহ্যাম।

তাদের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়াদের ইনিংস। শেষ পর্যন্ত ২৩ ওভার ২ বলে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM