এম এ আজিজ স্টেডিয়ামের আশপাশে মহড়া দিচ্ছে ডগ স্কোয়াড

নির্বাচনী সরঞ্জাম বিতরণ কেন্দ্র এম এ আজিজ স্টেডিয়ামের আশপাশে তল্লাশি অভিযান মহড়ায় অংশগ্রহণ করেছে ডগ স্কোয়াড ‘কে-৯’ ।

- Advertisement -

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে এ মহড়া অনুষ্ঠিত হয়। নিরাপত্তা মহড়া পরিদর্শনে যান সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।

- Advertisement -google news follower

এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটি নির্বাচনী সরঞ্জাম বিতরণের একটি কেন্দ্র। এ কেন্দ্র ঘিরে কেউ যাতে কোনো নাশকতা করতে না পারে সেজন্য আমরা ম্যানুয়ালি কাজ করেছি। আজ প্রশিক্ষিত ডগ স্কোয়াডের ‘কে-৯’ ইউনিটকে কাজে লাগিয়েছি। তারা বিভিন্ন জায়গা অনুসন্ধান করে দেখেছে।

তিনি বলেন, এসময় সিএমপি কমিশনার দাবি করেন, সিএমপির স্পেশাল ডগ স্কোয়াড নানা ধরনের বিস্ফোরক দ্রব্য শনাক্ত করতে সক্ষম।

- Advertisement -islamibank

পরিস্থিতির প্রয়োজনে যদি কোনো এলাকায় অপারেশন প্রয়োজন হয় এবং সে এলাকায় যদি এমন কোনো বস্তুর নমুনা থাকে, তাহলে প্রশিক্ষিত ডগ স্কোয়াড তা শনাক্ত করতে পারবে।

সিএমপি কমিশনার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নগরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নির্বাচনে পুলিশের পক্ষ থেকে যে নিরাপত্তা কার্যক্রম চালানোর পরিকল্পনা ছিল তা অব্যাহত আছে।

আমাদের পেট্রল ও স্ট্রাইকিং ফোর্স ইতিমধ্যে কাজ শুরু করেছে। তবে নির্বাচনের দিন বিশেষ একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

জেএন/হিমেল/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM