অপরাধ দমনে মাঠে আছেন ৬৫৩ ম্যাজিস্ট্রেট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের বাকি আর মাত্র দুদিন। তপশিল অনুযায়ী আজ শুক্রবার সকাল থেকে শেষ হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা

- Advertisement -

নির্বাচনী অপরাধ দমনে সারা দেশে মাঠে নেমেছেন ৬৫৩ জন ম্যাজিস্ট্রেট। ভোটের আগের দুইদিন, ভোটের দিন ও ভোটের পরের দুইদিন (৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি) পর্যন্ত মোট (পাঁচ) দিনের জন্য নির্বাচনী এলাকায় ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ প্রদান করা হয়েছে।

- Advertisement -google news follower

মাঠে থাকা এসব ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনকালে কোনো নির্বাচনী অপরাধ বিচারার্থে আমলে নেওয়া হলে তৎমর্মে প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) প্রেরণ করবেন।

ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালনকালে একজন বেঞ্চ সহকারী, স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন।

- Advertisement -islamibank

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নিজ নিজ অফিস প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM