ধেয়ে আসছে বালিঝড়। এতে চারপাশে তৈরি হয়ে গেছে প্রায় ১০০ মিটার উঁচু বালির দেওয়াল।
না, সিনেমার কোনো দৃশ্য নয়। বাস্তবেই এমনটি ঘটেছে উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশে।
সম্প্রতি এক ব্যাপক বালিঝড়ের কবলে পড়ে উত্তর-পশ্চিম চিনের গানসু প্রদেশ। প্রায় ৬১ কিলোমিটার প্রতি ঘণ্টায় ধেয়ে আসা বালিঝড়ের ভয়াবহ ভিডিও প্রকাশ করে এক চীনা সংবাদমাধ্যম।
দুপুর সাড়ে ৩টা নাগাদ হওয়া এই ঝড়ের কারণে মাত্র ৫ মিনিটের মধ্যে ঝ্যাং শহরের চারপাশে তৈরি হয়ে যায় প্রায় ১০০ মিটার উঁচু বালির দেওয়াল।