সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ হবিগঞ্জ-৪ আসনে প্রার্থী ব্যারিস্টার সুমন বিপুল ভোটে এগিয়ে আছেন। যার পুরো নাম সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি যুবলীগের কেন্দ্রীয় নেতা।
হবিগঞ্জ ৪ আসনে আর এক প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে ভোটের হিসাবে পেছনে ফেলেছেন ব্যারিস্টার সুমন।
সৈয়দ সায়েদুল হকের নির্বাচনী অফিস সূত্র জানিয়েছে, তিনি দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে হবিগঞ্জ-৪ আসন। এই দুই উপজেলা মিলিয়ে মোট ভোটকেন্দ্র ১৭৭টি।
এর মধ্যে চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নীলিমা রায়হানা বলেন, উপজেলার ৮৪টি কেন্দ্রের মধ্যে ৫৪টির ফলাফল তাঁদের হাতে পৌঁছেছে। তাতে দেখা যায়, বিপুল ভোট এগিয়ে আছেন সৈয়দ সায়েদুল হক।
মাধবপুরের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ কে এম ফয়সাল বলেন, ৯২টি কেন্দ্রের মধ্যে ৪২টির ফলাফল তাঁর হাতে আছে। এসব কেন্দ্রেও বিপুল ভোটে এগিয়ে আছেন সায়েদুল হক।
দুই সহকারী রিটার্নিং কর্মকর্তাই জানান, তাঁরা পুরো ফলাফল জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে দেবেন।
সৈয়দ সায়েদুল হক সুমনের নির্বাচনী অফিস সূত্র জানিয়েছে, ১৭৬টি ভোটকেন্দ্রের ফলাফল তাঁদের হাতে আছে। সে অনুযায়ী সৈয়দ সায়েদুল পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট। আর প্রতিমন্ত্রী মাহবুব আলী পেয়েছেন ৪৭ হাজার ভোট।
জেএন/হিমেল/এসএ