খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। মনোনয়নপত্র জমা শেষে সব প্রার্থীই নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদের কথা জানিয়েছেন সাংবাদিকদের।

- Advertisement -

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসার ও খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের হাতে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

- Advertisement -google news follower

এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, আওয়ামী লীগের উপদেষ্টা হাজী দোস্ত মোহাম্মদ চৌধুরী, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম, মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বেলা পৌনে ১২টার দিকে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. সোলায়মান আলম শেঠ। এসময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অমৃত লাল ত্রিপুরা ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ইঞ্জি: খোরশেদ আলমসহ দলটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

বেলা সাড়ে ১২টার দিকে রিটার্নিং অফিসার ও খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের হাতে মনোনয়নপত্র জমা দেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ। তিনি বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ চৌধুরী, যুগ্ম-সম্পাদক অ্যাড. আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর বিএনপির দলীয় মনোনীত প্রার্থী খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এন আফসার প্রমুখ।

এদিকে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বিকেল তিনটার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। ইউপিডিএফ‘র কেন্দ্রীয় নেতা সচিব চাকমা ও নতুন কুমার চাকমার পক্ষে তাদের সমর্থকরা এ মনোনয়নপত্র জমা দেন।

এছাড়াও খাগড়াছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল জব্বার মনোনয়নপত্র জমা দেন।

জয়নিউজ/জাফর/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM