দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরংকুশ বিজয় অর্জনে দলটির সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন দেশের বৃহৎ শিল্প গ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম মাসুদ।
সোমবার (৮ জানুয়ারি) সাইফুল আলম মাসুদ তার দুই সন্তান, এস আলম গ্রুপের পরিচালক, ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংকের উধ্বতন কর্মকর্তাদের নিয়ে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচছা জানিয়েছেন।
এসময় সাথে ছিলেন, ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান আলহাজ্ব আহসানুল আলম মারুফ, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আহমদ হোসেন বেলাল, ইউনিয়ন ব্যাংক পিএলসির এমডি মোকাম্মেল হোসেন, এস আলম গ্রুপের পরিচালক আশরাফুল আলম মুহিত, ইসলামী ব্যাংক পিএলসির ডিএমডি ও এস আলম গ্রুপের চেয়ারম্যান টু পিএস আকিজ উদ্দিন।
গতকাল অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। নির্বাচন হয়েছে ২৯৯ আসনে। ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে।
২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ২২২টি আসন পেয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি ১১টি, স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি এবং অন্যান্য দল ৩টি আসনে জয় পেয়েছে।
নির্বাচনের পর গতকাল বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দাবি করেন নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। বিদেশি পর্যবেক্ষকদের বড় অংশই বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে।
টানা চতুর্থবারের মতো সরকার গঠন আওয়ামী লীগ রেকর্ড সৃষ্টি করেছে। তাছাড়া পঞ্চমবার প্রধানমন্ত্রী হয়ে নতুন নজির সৃষ্টি করেছিলেন শেখ হাসিনা।
জেএন/পিআর