আজ বুধবার থেকে সর্বনিম্ন রিচার্জ সীমা ৩০ টাকা করার ঘোষণা দিয়েছিল মোবাইল অপারেটর গ্রামীণফোন। তবে এ নিয়ম চালু করার ঘোষণা দেওয়ার পর থেকেই তীব্র সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
সৌাশাল মিডিয়া জুড়ে শুরু হয় ‘বয়কট গ্রামীণফোন’ ক্যাম্পেইন। গ্রাহকদের এমন তীব্র আপত্তির মুখে অবশেষে পিছু হটলো গ্রামীণফোন।
১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ সীমা ৩০ টাকা করার যে ঘোষণা দিয়েছিল মোবাইল অপারেটরটি। এখনই তা বাস্তবায়ন করছে না। ফলে আগের মতোই ২০ টাকা রিচার্জ করতে পারবেন গ্রাহকরা।
গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সর্বনিম্ন রিচার্জ আপাতত ২০ টাকাই থাকছে। রিচার্জের সীমা বাড়ানোর যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা এখনই বাস্তবায়ন করা হচ্ছে না।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
জেএন/পিআর