উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় ক্যাম্পে থাকা রোহিঙ্গারা আগুন নেভাতে কাজ করছেন জানিয়ে ক্যাম্প মাঝি হামিদ হোসাইন বলেন, ৫ দিনের ব্যবধানে একই ক্যাম্পে আবার আগুনে পুড়ছে বসতি। আমরা আগুন নেভাতে কাজ করছি।
ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তবে কি কারণে আগুন লাগলো সেটা জানাতে পারেননি এ রোহিঙ্গা মাঝি।
এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।
উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মধ্যরাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট সেখানে পৌঁছে।
দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই আগুনে ১৫ থেকে ২০টি ঘর পুড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
১৪ আমর্ড পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদঘাটনে তৎপরতা অব্যাহত আছে।
এর আগে গত শনিবার দিনগত রাত ১টার দিকে একই ক্যাম্পে আগুনের ঘটনা ঘটে, এসময় হাজারের অধিক বসতি পুরে ছাই হয়ে যায়।
জেএন/পিআর