দেড় কোটি টাকার মাদক নিয়ে ধরা পড়ল বিজ্ঞানী

ভারতের মুম্বাই পুলিশের হাতে দেড় কোটি টাকার মাদক নিয়ে ধরা পড়েছে এক রাসায়নিক বিজ্ঞানীসহ দুজন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শহরের লালজি পাদা বস্তি এলাকায় একটি মাদকের কারখানা থেকে তাদের আটক করা হয়।

- Advertisement -

তাদের কাছ থেকে উদ্ধার হয় ১ দশমিক ১৮ কোটি রুপি মূল্যের ৫০৩ গ্রাম এমডি মাদক। যা বাংলাদেশি টাকায় দেড় কোটি টাকারও বেশি।

- Advertisement -google news follower

শুক্রবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, আটককৃতদের মধ্যে একজন ২৪ বছর বয়সী রাসায়নিক বিজ্ঞানী। যার নাম নূর আলম মাহবুব আলম চৌধুরী। তাকেও এই বিষয়ে আটক করা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই বিজ্ঞানী রাসায়নিক উৎপাদনের পেছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছিলেন বলে মনে করা হচ্ছে।

- Advertisement -islamibank

আটক অপর সন্দেহভাজন, ৩০ বছর বয়সী আবরার ইব্রাহিম শেখ। তাকেও মাদক রাখার জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুম্বাই পুলিশ বেআইনিভাবে মেফেড্রোন নামে একটি সিন্থেটিক মাদক তৈরির জন্য ল্যাব পরিচালনার অভিযোগে ওই দুইজনকে গ্রেপ্তার করেছে।

গত মাসের শুরুতে, মুম্বাই পুলিশের অ্যান্টি-নার্কোটিকস সেল (এএনসি) ২ দশমিক ৬ কিলোগ্রাম উচ্চমানের কাশ্মীরি চরস (হাশিশ) থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়, যার মূল্য প্রায় এক কোটি টাকা। এ সময় ২২ লাখ টাকাসহ ১২০ গ্রাম এমডি (মেফেড্রোন) জব্দ করে পুলিশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM