আন্তর্জাতিক বাজারে আরও কমেছে স্বর্ণের দাম। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার আরও শক্তিশালী হয়েছে। মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ইউএস অর্থনীতি শক্তিশালী হয়েছে। ফলে আগামী মার্চে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা উবে গেছে।
এই প্রেক্ষাপটে বুধবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে ১ দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০০৬ ডলার ০৯ সেন্টে। গত ১ মাসের মধ্যে যা সর্বনিম্ন। আগের দিন তা ছিল ২০৪১ ডলার ০৯ সেন্ট। একই সময়ে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য নিম্নগামী হয়েছে ১ শতাংশ।
আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০০৯ ডলারে। গত ৪ ডিসেম্বরের পর যা সবচেয়ে কম। আগের কর্মদিবসে যা ছিল ২০৪৫ ডলার।
জেএন/পিআর