ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই বিএসআরএম এলাকায় দ্রুতগতির বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টায় ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। একই ঘটনায় অপর এক বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত বাইক আরোহীর নাম মামুন (২২)। সে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। আহত আরোহীর নাম জিয়া উদ্দিন (২১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চলন্ত অবস্থায় যাত্রীবাহি একটি বাস সামনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাইক থেকে ছিটকে একজন বাসের নিচে চাপা পড়ে। আরেকজন গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মামুন নামে একজনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডা. মরিয়ম বিনতে ফারুক বলেন, সড়ক দূর্ঘটনায় আহত ২ ব্যক্তিকে স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপতালে নিয়ে আসার আগেই একজনের মৃত্যু হয়েছে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনার বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন বলে জানালেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার।
জেএন/পিআর