খাগড়াছড়িতে দেশি অস্ত্রসহ ইউপিডিএফের এক কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ, চাঁদা আদায়ের রশিদ ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে জেলার গুইমারা উপজেলার কবুতরছড়া এলাকায় অভিযান চালিয়ে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা সেনা জোনের পরশুরাম আর্মি ক্যাম্প ও গুইমারা থানা পুলিশ।
আটক ব্যক্তির নাম রীতি বাবু ত্রিপুরা (১৯)। তিনি গুইমারা উপজেলার মেরুং পাড়ার বাসিন্দা। বাবু ইউপিডিএফের মূল দলের সদস্য বলে জানিয়েছে যৌথ বাহিনী।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান জানান, বাবু ত্রিপুরা ইউপিডিএফ প্রসীত দলের স্থানীয় চাঁদা কালেক্টর বলে সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
জেএন/পিআর