২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফরম বিক্রি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আয় করেছে ২৪ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার টাকা। গত ৪ জানুয়ারি থেকে শুরু হওয়া ভর্তি আবেদন কার্যক্রম শেষ হয় ১৯ জানুয়ারি। তবে ২০ জানুয়ারি পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ ছিল।
চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মোট ৪ হাজার ৯২৬ টি আসনের বিপরীতে এবার ২ লাখ ৫৪ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী আবেদন করলেও শেষ পর্যন্ত ফি জমা দেন ২ লাখ ৪৩ হাজার ৫৫৫ জন। বাকি ১১ হাজার ১০৪ জন আবেদনকারী ফি না দেওয়ায় তাদের আবেদন বাতিল হয়।
পূর্বের তুলনায় এবার আবেদন ফি ১০০ টাকা বাড়িয়ে ৯০০ টাকা নির্ধারণ করা হয় এবং ১০০ টাকা সার্ভিস ফি ধার্য করা হয়। সেই হিসাবে সার্ভিস চার্জ বাদে বিশ্ববিদ্যালয়ের মোট আয় হয়েছে ২১ কোটি ৯১ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আয় হয়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৯ কোটি ৯৫ লাখ ২১ হাজার টাকা এবং সর্বনিম্ন আয় হয়েছে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি-১’ উপ-ইউনিটে ১৬ লাখ ৬৯ হাজার টাকা।
এসএ