বিরল প্রজাতির কচ্ছপ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা ১৭টি কচ্ছপ উদ্ধার করে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।
সোমবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের সাহেবের হাট বাজার থেকে ওই ব্যবসায়ীকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন জানান, প্রকাশ্যে কচ্ছপ বিক্রি করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের সাহেবের হাট বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় মোল্লাপাড়া গ্রামের সুধীর বাড়ৈর ছেলে কচ্ছপ ব্যবসায়ী সুভাষ বাড়ৈকে ১৭টি জীবিত কচ্ছপসহ আটক করা হয়।
তিনি আরও জানান, পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ ধারা মতে ব্যবসায়ী সুভাষ বাড়ৈকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় উদ্ধার করা প্রায় ১৫ কেজি ওজনের ১৭টি কচ্ছপ উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।
জেএন/পিআর